স্মৃতিচারণ

ভালো কিছু পাবার অধিকার


এ জগতে যা কিছু ভালো,
তা পাবার অধিকার সবারই আছে, সবার।
অতএব, যদি কেউ আমাকে ছাড়া ভালো থাকতে পারে,
আমি কখনোই তাকে জোর করে বেঁধে রাখতে পারি না।
কারণ, যা কিছু ভালো তা পাবার জন্য যেকেউ যেকোন কিছু করতেই পারে।
আর তা যদি হয় আমাকে দুঃখ দেওয়া, তবে এর বিনিময়ে হলেও।



প্রতিশোধ 


কারো উপর কোন অভিযোগ থাকবে না, দাবী থাকবে না,
কিংবা না থাকবে যোগাযোগ।
অভিযোগ করে বিরক্তির কারণ না হয়ে, 
এভাবে নিঃশব্দে নিজেকে ফিরিয়ে নেওয়ার চেয়ে সুন্দরতম প্রতিশোধ আর কি'ই বা হতে পারে?



বেইমান ২


মানুষ যার দ্বারা সমালোচিত হয়,
খোঁজ নিলে দেখা যায়,
একসময় তার সাথে সে সমালোচকের খুব ভালো সম্পর্ক ছিলো।



আধ্যাত্মিক মৃত্যু


তারা দেহের ভারসাম্যহীনতা দেখতে পেয়ে বলেছিলো,
এতো অগোছালো কেন তুমি?
অথচ তারা এটা অনুভব করতে পারে নি,
যে আত্মা অনুভূতি হারিয়ে মৃত বহু আগে থেকেই,
সে আত্মা দেহ নিয়ে আর কি'ই বা চিন্তা করবে?



স্মৃতিচারণ


কিছু কিছু ভালো লাগা বারবার ফিরে আসে না হয়তো,
কিন্তু মনে গেঁথে থাকে আজীবন।
যেমন শৈশব, স্কুল-জীবন কিংবা তুমি।
বেঁচে থাকে স্মৃতিতে এগুলো যেন অনন্তকাল।
ঠিক বেঁচে থাকে যে এমনটা না,
আসলে বাঁচিয়ে রাখি আমরা প্রতিনিয়ত করে স্মৃতিচারণ।

إرسال تعليق

أحدث أقدم