মনে রেখো
প্রতিশ্রুতিদের মূল্য ছিলো যেন অল্প,
হয়তো তাই হলো না আমাদের মিলন,
অসীম এই প্রেমের পরিনতি হলো বিচ্ছেদের গল্প।
তবুও প্রেম মনে রেখো তুমি,
কিছুটা মনের গহীনে ভালোবাসায়, ঘৃণাতেও রেখো অল্প।
জীবন
ঘাড়ে যখন চেপে যায় পরিবারের দায়িত্ব,
প্রেম, বন্ধুমহল থেকে বেড়ে যায় যেদিন দূরত্ব,
রাতের দীর্ঘতার সাথে বাড়তে থাকে যখন একাকীত্ব!
আমি তখন আনমনে বলে উঠি নিজেরই সাথে,
এটাই তো জীবন এবং এটাই হওয়ার কথা ছিলো।
বাহানা
“পুরুষদের জন্য লানত” -
বলে বলে আমারে ছেড়ে যার কাছে গেলে অবশেষে,
ও মেয়ে, সে কি পুরুষ নয়?
অভিশাপ
অভিশাপ মুখে বলে বলে দেওয়া লাগে না!
যাদের দুঃখ দিয়েছেন,
তাদের বোবাকান্নার চোখের পানি আর আক্ষেপই যথেষ্ট।
চরিত্রহীন নারী
চরিত্রহীন নারীদের বাহ্যিক আচরণ সতীদের চেয়েও নাটকীয়।
আমি এমনও নারী দেখেছি,
স্বামীর মুখের বিড়ির গন্ধে সে গা ছিটকায়,
অথচ নিজের গায়ে নিজেই পর-পুরুষের গন্ধ মাখায়।