১. অভাব
মানুষ যেন সব পেয়ে অমানুষ হয়ে না যায়, তাই সৃষ্টিকর্তা মানুষকে অভাবে রাখেন।
একেকজনের কাছে অভাব জিনিসটা একেকরকম।
কারো দু'বেলা ভাতের অভাব,
কারো সুন্দর পোশাকের, কারো বা সুন্দর চেহেরার, কিংবা কারো এক চিমটি ভালোবাসার।
আর আমার তো তোমার অভাব।
২. ধ্বংসের সাথে প্রেম
যখন সামনে এসে দাঁড়ালে তুমি, আমি দেখেছিলাম নিজের ধ্বংস।
অস্তিত্ব সংকটের তোয়াক্কা না করেই আমি তোমাকে ভালোবেসে গেলাম।
অতএব, ধ্বংসের পর এখন আমার অনুশোচনা মানায় না আর।
কারণ আমি জেনে বুঝেই তোমাকে ভালোবেসে ডেকে এনেছি নিজের ধ্বংসকে।
৩. ভারসাম্যহীন জীবন
মানুষের জীবনের সবচেয়ে সুন্দর পুনরাবৃত্তি নাকি উত্থান-পতন। অথচ আমি পতন ছাড়া উত্থান কি আজ পর্যন্ত দেখলাম না। দুঃখের পর নাকি সুখ আসে।
অথচ আমার এক দুঃখের ক্ষত সারানোর আগেই নতুন আঘাতে আবার ক্ষত-বিক্ষত হই।
এ কেমন ভারসাম্যহীন জীবন?
এ কেমন ভারসাম্যহীন জীবন?
৪. চন্দ্রবিন্দুর জীবন
আমি স্বেচ্ছায় মানুষদের থেকে দূরে ছিলাম। আমি শুধু অনুধাবন করতে চেয়েছিলাম, কেউ আমার শূন্যতা অনুভব করে কিনা।
আমি শুধু জানতে চেয়েছিলাম, আমার অভাব কাউকে ভাবায় কি না।
কিন্তু ফলস্বরূপ দেখলাম, মানুষ আমাকে ছাড়াও দিব্যি ভালো থাকতে পারে, আমার শূন্যতা কাউকে ভাবায় না।
তারপর বুঝলাম, আমার কোথাও কেউ নেই আর কেউ আমার পরোয়া করেও না।
৫. মনের দীক্ষা
বিশ্বজুড়ে তাকিয়ে দেখো মানুষ গড়ার কত পাঠশালা।
খুঁজলেও কি একটা শয়তানের প্রশিক্ষণ কেন্দ্র খুঁজে তুমি পাবে?
তবে খুঁজলে তুমি মানুষের চেয়ে বেশি প্রশিক্ষিত মানুষরূপী শয়তানই খুঁজে পাবে।
এটাই কি প্রমাণ নয়,
পাঠশালার শিক্ষার চেয়ে মনের দীক্ষাই বড়?
সবচেয়ে উচুঁ শিক্ষা সনদ না বানিয়ে সুন্দর মন গড়ো।
খুব সুন্দর আপনার ভালোবাসা 💚
উত্তরমুছুনjiii haa
মুছুন