কবিতাঃ তুমি নাকি তার বউ হও

কথা ছিলো, তোমার হাত ধরে শহরের ভিড়েও খুঁজে নেবো নির্জনতা।
তোমার চোখে লিখবো স্বপ্নের গল্প, যা শুধু পড়তে পারবো আমরা, যেন এই পূর্ণতা।

কথা ছিলো, শরতের বিকেলে একসাথে হাঁটবো কাশফুলের রাজপথে।
তুমি হাসলে আকাশ হেসে উঠবে,
তুমি কাঁদলে যেন চাঁদও ডুবে যাবে মাঝরাতে।

কথা ছিলো অন্তত প্রেম, কিংবা মন খারাপের রাতে চুমুর।
কথা ছিলো এক প্লেটে খাবো, বাড়বে প্রেম,
প্রেম হবে আমাদের অমর।
আর সবাই বলবে তা দেখে, ছলনাময়ী তুমি তো নও।

অথচ দেখো, আজ তোমার বুকে যে মাথা রাখে,
কিংবা যার ছুঁয়াতে আসবে তোমাদের নতুন অতিথি,
তুমি নাকি তার বউ হও।

কবিতাঃ তুমি নাকি তার বউ হও।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন
DMCA.com Protection Status