১. মা
জীবনের জন্য প্রেম দরকার।
আর একটা ছেলের জন্য জীবনের চেয়েও বেশি তার মা'কে দরকার।
সুতরাং তুমি যা বুঝো।
২. যারা ব্যাকডেটেড
আসলেই আমরা খুব ব্যাকডেটেড জেনারেশন।
তবে আর যাই করি,
বাবা-মায়ের উপর চাপ আসে এমন কোন শখ পূরণ করি নি।
উলটো বাবা-মায়ের জন্য নিজের শখকে গলা টিপে হত্যা করেছি।
৩. ভাগ্যের দোষ
নিজের ধ্বংস দর্শক হয়ে দেখা ছাড়া যখন করার কিছু থাকে না,
যখন নিজের পতন নিজেকেই নির্বাক হয়ে দেখতে হয়,
মূলত তখনই আমরা ভাগ্যকে দোষারোপ করি।
৪. আপন-পর
আপন বা পর বলতে কিচ্ছু নেই।
সময় খারাপ হলে আপনও পর, আর সময় ভালো হলে পরও আপন।
৫. যে শখ বিক্রিত
নাহ্, দুঃখ কি জিনিস আমি আসলেই চিনি না।
তবে এইটুকু জানি,
আমি আমার শখের বয়সে শখ বেইচ্চা টাকা কামাইতেছি।