১. পাপীর বানানো দোযখ
মানুষের পাপের দোযখ যেন চিরিয়াখানা।
কত পাপিরে দেখলাম, বাহিরে ঘুরে, মন খুলে বাতাস নেয়, আকাশ দেখে।
কিন্তু তাদের বানানো বিনোদন কয়েদখানায় অবুঝ প্রাণীগুলোও তাদের পাপের শাস্তি ভোগে।
২. পাষাণী
যাকে ভালোবেসে হলাম আমি সর্বহারা।
তাতেও পাষাণীর মন ভরে নি,
তবুও কেন মৃত্যুকে আলিঙ্গন করছি না, দিয়ে যাচ্ছে আমাকে আশকারা।
আমি আমার ভাগ্যে মজুদ কৃত এক শস্যদানাও ছেড়ে যাবো না।
এর জন্য আমার যতই কাঠ-খড় পুড়াটে হোক,
কিংবা হতে হোক হিংস্র দানব।
আমি আমার সমস্ত হিসেব মিটিয়েই দুনিয়া ছাড়বো।
এর আগে যে যত চেষ্টাই করুক, আমাকে আমার প্রাপ্য না দিয়ে বিদায় দিতে পারবে না,
সুতরাং ভয় নেই।
৪. ছায়া, মোহ - মায়া
অনুভূতির দামে কিনেছিলাম যে ভালোবাসা,
তা তো বহু আগেই হারিয়ে গেছে।
তবে রেখে গেছে তার ছায়া, মোহ - মায়া — যা সর্বক্ষণ ঘিরে থাকে মগজের চারিপাশ।
৫. স্বান্তনা
নিঃশব্দে এসেছিলে, অজান্তেই চলে গেলে।
দেওয়া নেওয়ার হিসেব জানি না।
যে সময়টুকু তে ভালোবাসা দেখিয়েছিলে,
আদৌও জানি না ছিলো ভালোবাসা নাকি সবটাই ছলনা।
মিথ্যে হোক, সঙ্গ তো দিয়েছিলে।
বেঁচে থাকবো বাকি জীবন এই নিয়ে স্বান্তনা।