১. তবুও এসে দেখে যাও
হয়তো পরিত্যক্ত স্মৃতিগুলো নিয়ে যাও,
নয়তো আমার প্রেম ফিরিয়ে দাও।
যদি তাও সম্ভব না হয়,অন্তত আরেকবার এসে দেখে যাও,
এ হৃদয়ে আজও কত ভালোবাসা সঞ্চয় করে রাখা।
২. দায়মুক্তি
অস্থায়ী এক জীবন,
কারো উপর আমৃত্যু দাবী রেখেই বা কি লাভ?
আজকে আমাকে দেওয়া দুঃখ তো আর আজীবন থেকে যাবে না।
যেদিন আমি পরপারে চলে যাবো,
সেদিন তোমাদের দেওয়া এই ব্যথাগুলোও থাকবে না।
সুতরাং যাও, অস্থায়ী জীবনে তোমাদের দেওয়া অস্থায়ী দুঃখগুলোর দায় থেকেও মুক্তি দিলাম।
৩. চোরের দশদিন আর গৃহস্থের একদিন
কৃতকর্মের দায় থেকে কেউ পালাতে পারে না, কেউ না।
আজ হোক বা কাল, তুমি তা পাবেই —
যা তুমি করেছো আজ তার ফল হিসাবে।
কথাতেই আছে, চোরের দশদিন আর গৃহস্থের একদিন।
সুতরাং অপেক্ষায় থেকো।
৪. স্বার্থ
হাত বাড়ালেই বন্ধু হওয়া যায় না,
কিংবা না হওয়া যায় একই গর্ভে জন্মেও ভাই।
মানুষ চায় স্বার্থ,
নয়তো তার জীবনের গল্পে দেখবে তোমার অধ্যায়টাই নাই।
স্বার্থ ফুরালে মানুষ ফাঁকি দিয়ে চলে যায় তেমনভাবেই,
যেমন আমার শখের ঘুড়িটিও ছেড়ে গিয়েছিলো আমার হাতে থাকা নাটাই।
৫. অস্থায়ী সভ্যতা
মানুষের মতো মানুষের সভ্যতাও অস্থায়ী।
একসময় সম্পর্ক ভাঙতো গুরুত্ব না দেওয়ার কারনে।
আর এখন সম্পর্ক ভাঙে গুরুত্ব দিতে দিতে বিরক্তিকর হয়ে যাওয়ার কারনে।
মানুষের রুচি কিংবা পছন্দ এবং মানুষ নিজেও অস্থায়ী!
সুতরাং মনে রেখো,
আমার তোমার যে অভ্যাসের কারণে তুমি কারো প্রিয়,
কাল সে অভ্যাসের জন্যেই তোমার উপর তার রুচি ফুরাবে।