১. শোকের হাসি
হাসি সবসময় সুখের হয় না, অনেক সময় হাসি শোকেরও হয়।
আসলে যে যত বেশি হাসে, সে ততো তার দুঃখকে লুকাতে চাচ্ছে।
২. পাগল
আমি তাকে পাগলের মতো ভালোবাসতাম,
তার ভালোবাসা পাওয়ার জন্যেও পাগলামি করতাম।
আর সেও পাগল ভেবেই চলে গেলো,
পাগলের নাকি বোধ নেই!
৩. বৃক্ষের সাথে পাখির প্রেম
যাকে ভালোবেসেছি সে উড়ে গেলো আকাশ ছুঁতে,
অথচ বৃক্ষ আমি ডানা নেই বলে উড়তে পারি নি তার সাথে!
তাই শিখরে ভর করে রইলাম তার অপেক্ষাতে।
যদিও আকাশ ছোঁয়ার নেশা যার, জানি আসবে না সে আর ফিরে।
৪. বেইমান
পাথরের নিচে চাপা পড়েও নিজের কথা না ভেবে যাদের উদ্ধার করার কথা ভাবি,
তাদের গায়ে ধুলোর ছাপ লাগাতেও অভিযোগ দেয়,
আমার জন্য তারা ক্ষতিগ্রস্ত হয়েছে।
৫. ভালোবাসা অথবা করুণা
হঠাৎ পরিবর্তনের পিছনে একটি লুকানো গল্প থাকে, থাকে অনেক অব্যক্ত কারণ।
তোমার সম্মান ক্ষণ সময়ের জন্যে হলেও আমার ছিলো একদিন।
তাই প্রকাশ করাটা নিজেই নিজের কাছে করলাম বারন।
যদি চাও ভেবে নিতে পারো ভালোবাসা,
কিংবা চাইলে ভেবে নিও এ আমার করুনা।
তবে মনে রেখো, এই প্রেম আমৃত্যু শেষ হয়ে হয়েও হবে না,
তুমি রবে আমার সর্বে।
অবএব খোদা সুখী করুক তোমাকে, এই আমার প্রার্থনা।