১.
অবাক হই, খুব অবাক হই!
যতবার তোমাকে দেখি বা নিজেকে, অবাক হই।
একজন ভালোবাসি বলেও ভালোবাসলো না, অন্যজন ভালবাসি না বলেও নিজেকে দিয়ে দিলো।
এই ব্যবচ্ছেদ দেখে অবাক না হয়ে থাকা যায়? বলো?
অবাক হই, খুব অবাক হই!
যতবার তোমাকে দেখি বা নিজেকে, অবাক হই।
একজন ভালোবাসি বলেও ভালোবাসলো না, অন্যজন ভালবাসি না বলেও নিজেকে দিয়ে দিলো।
এই ব্যবচ্ছেদ দেখে অবাক না হয়ে থাকা যায়? বলো?
২.
যখন তুমি ছিলে আমার, আমি কোনভাবেই তোমাকে কতোটা ভালোবাসতাম তা ব্যাখ্যা করতে পারি নি।
আর আজ? আজ তুমি চলে যাওয়ার পর তোমাকে হারানোর ব্যথাও ব্যাখা করতে পারছি না।
তবে কি অসীম ভালোবাসার বিনিময়েই এই অসীম বিচ্ছেদের ব্যথা দিয়ে গেলে?
৩.
কেউ আমাকে বুঝতে পারছে না এটা না যতোটা কষ্টদায়ক,
এর চেয়েও কষ্টদায়ক এটা যে, আমিই হয়তো কাউকে বুঝাতে পারছি না।
৪.
আমি শুধু ভাবি, আমার প্রতি দুঃখের এতো মায়া কিভাবে জন্মাইলো?
সবাই ছাইড়া যায় আমারে, নিজের সুখের জন্য। কিন্তু দুঃখ আমারে কোনদিন ছাইড়া গেলো না।
৫.
আমি ছিলাম তোমার প্রতি সরল, যেটাকে আমি ভাবতাম, স্বার্থহীন প্রেম।
আর সে সরলতায় তুমি খুঁজে নিয়েছিলে আমার দূর্বলতা।
আর সে সরলতায় তুমি খুঁজে নিয়েছিলে আমার দূর্বলতা।
- খোবায়েব হুসাইন