কবিতাঃ চন্দ্রমল্লিকা

চোক্ষে একদিন তোমারও পানি আইবো,
আমার চোক্ষের পানিও একদিন ফুরাইবো।
কাইন্দো তুমি, কাইন্দো ঐদিন,
নিজেরেও বুঝাইও।

নদীর ঘাটে যাইবা যখন আমার কবরের পাশ দিয়া,
নিঃশব্দে থামবা, হাওয়া টানবা বুকের ভেতর।
চোক্ষের পানি আঁচলে মুইছা আজকের মতো কইও,
“আমি হইলাম চন্দ্রমল্লিকা,
আমারে ভালোবাসার মানুষের অভাব হইবো?
এক পাগলই তো গেছে হবাই,
আমারে ভালোবাসার আরও কতো মানুষ আইবো।”

কিন্তু ঐ কথার প্রতিধ্বনি তোমার বুকেই বাজবো,
তবু দেইখো, চোক্ষের লোনা পানি ঐদিন থামতেই চাইবো না।
মাটির গন্ধে ভিজা বাতাসে বুঝবা তুমি বুঝবা,
ভালোবাসার অভাব না হইলেও,
এই পাগলের ভালোবাসা কিন্তু আর ফিইরা আইবো না।


- চন্দ্রমল্লিকা

- খোবায়েব হুসাইন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন