কবিতাঃ কেমনে নিবা দায়

জন্মাইলা কন্যা নিয়া কেন এতো ব্যবধান?
দায় কি নিবা এই পুড়া কপালের,
যতটুকুই হোক তোমার অবদান?

লিখাইলা না তোমার নাম কপালে যার,
তবু লিখাইলা নাম নিখুঁতভাবে হৃদয়ের সে মানুষটার।
তুমি কি জানো কন্যা,
হৃদয়ে রাইখা কপালে না পারার যন্ত্রণা কতোটা পুড়ায়?
তোমার ছবি চোখে ভাইসা কতো রাত আমার নির্ঘুম ফুরায়?
না, তুমি জানবা না এ ব্যথা,
জানবা না কোনদিন তুমি।
তুমি তো পাইলা সেই মানুষটারেই,
যার জন্যে করলা তোমার-আমার সম্পর্ক বেনামী।

অধিকার রাখলা শুধু দুঃখ দেওয়ার,
তবে নিলে না কেন দায়িত্ব আমারে দেওয়ার সুখ?
ভাগ্যে যেহেতু লিখা ছিলাই না,
প্রথম দেখা দিনের প্রভাতেই কেন ঢাকলা না তোমার মুখ?

আজ তুমি হইলা যে মানুষটার,
যে মানুষটার কপালে নিজের নাম খোদাইয়া আনলা।
কিংবা ভালো তুমি যারে বাসো,
আদতে দুঃখও শুধু তারেই দেওয়ার অধিকার রাখছিলা।

এই যে নিজের হাতে ভাঙলা আমারে স্বযত্নে, খুব আপনে।
অপরাধ কি এটাই তবে,
আমি ভালোবাসছিলাম তোমারে সংগোপনে?

জানি, জবাব দিবা না তুমি,
কারণ জবাব তোমার কাছে নাই।
অভাগারে ভাঙলা যে তুমি, পুড়াইয়া করলা ছাই।
কন্যা বলো,
কেমনে নিবা দায়, তুমি কেমনে নিবা দায়?

- কেমনে নিবা দায়

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন