হতে চেয়েছিলাম তোমার হৃদয়ের উত্তরাধিকার,
অথচ ভাগ্যে লিখা ছিলো হবো শুধু কবিতার।
কবিতার মতো প্রেম ছিলো,
আমি ছিলাম অন্ধের মতো প্রেমিক যার,
তবুও পাই নি আমি প্রতিদান, পাই নি প্রেম তার।
প্রশ্ন জাগে মনে,
দায় নেবে কে? দায় কে নেবে এ অসমতার?
অথচ ভাগ্যে লিখা ছিলো হবো শুধু কবিতার।
কবিতার মতো প্রেম ছিলো,
আমি ছিলাম অন্ধের মতো প্রেমিক যার,
তবুও পাই নি আমি প্রতিদান, পাই নি প্রেম তার।
প্রশ্ন জাগে মনে,
দায় নেবে কে? দায় কে নেবে এ অসমতার?
চেয়েছিলাম হতে তোমার চিরসাথী,
ইচ্ছে ছিলো তোমার আঙুলের ফাঁকে রেখে হাত, হাঁটবো জীবনের প্রতিটি প্রভাতি।
ঝড়ও তো আসে নি,
এর আগেই ভেঙে গেলো সে সব স্বপ্ন,
যেমন আমাদের জন্মের পূর্বেই হারিয়ে গিয়েছিলো ডাইনোসরদের সব প্রজাতি।
হতে চেয়েছিলাম তোমার প্রেমিক,
অথচ আমার প্রেম পেলো না প্রতিশ্রুতি সম পূর্ণতা,
হয়ে গেলাম আমি কেবল কবি।
হতে চেয়েছিলাম চিত্রশিল্পী,
আঁকতে চেয়েছিলাম এ হৃদয়ে তোমার ছবি,
অথবা তুলির নকশায় সুখের এক সংসার।
অবশেষে কী পেলো এ হৃদয়?
হৃদয় পেলো শুধুই শূন্যতা, হলো তুমিহীন অন্তঃসার।
নিজেকে নিজেই বুঝাই,
যতো দূরেই তুমি থাকো, রবে তবুও হয়ে আমার।
কে পেলো বা কে হারালো, দেখে কে?
কল্পনায় সুখ দেখার অধিকার নেই কার? বলো নেই কার?
তুমি যাবার পর ভালোবাসার সব ফুল ঝরে গেছে আজ বহুদিন,
ঝরে গেছে তো বহু আগেই,
ঝরে গেছে তারও আগে, আমাকে ভুলে যেতে লেগেছিলো তোমার যতোদিন।
আর আমি লিখেছি তাদের কুড়িয়ে কবিতা করে হাজার রাত, অসংখ্য দিন।
আর ভাবছি,
আসবে আমারও সময়, আসবে তুমি আর আসবে সুদিন।