সম্পর্ক
রক্ত কিংবা আত্মা, সম্পর্কের ক্ষেত্রে মানুষ এগুলো গুনে না।
মানুষের প্রতি মানুষের এখন যে মোহাব্বত,
সবটাই শুধু স্বার্থ।
নষ্টের কারিগর
তারা এটা জানেই,
যে পুরুষের যত বেশি কষ্ট,
সে পুরুষ ততো বেশি নষ্ট।
তাই নষ্টের কারিগররা খুব যত্ন করে কষ্টও দিতে জানে।
অভাগা
আমি এক ফেলানো চিঠি,
যার জন্য আমাকে পাঠানো হয়েছিলো সে না পড়েই ফেলে দিয়েছিলো।
অত:পর আমি এক হারানো চিঠি,
যে আমাকে কুড়িয়ে পেয়েছে সে অপ্রয়োজনীয় ভেবে ছিঁড়ে ফেলে দিয়েছিলো।
অপেক্ষা ৩
তুমি ফিরবে না জানি।
তবুও তুমি যে পথে দিয়েছিলে বিদায়,
সে পথেই তাকিয়ে থাকি।
যদিও বা কোনদিন পথ ভুলে এ পথে চলে আসো।
আমি কুড়িয়ে নিবো সেদিন তোমায়।
মূল্য
সময়ের সাথে সাথে পৃথিবীর সবকিছুর মূল্য বাড়ে,
কমার বেলায় মূল্য কমে শুধু ভদ্র, শান্ত এবং ভালো মনের মানুষদের।