অন্য কপালের সুখ

ফাঁকা জগৎ


তারা বলেছিলো, “সে তো কেবল একটি মানুষই।
সে ছেড়ে গেছে বলেই কি পুরো মানবহীন হয়ে গেছে এ পৃথিবী?
নাকি জগৎ হয়ে গেছে ফাঁকা?”
অথচ শুধু মন জানে,
কতোটা শূন্য লাগে আমার, তাকে ছাড়া আমি কতোটা একা।



অন্য কপালের সুখ


ভাগ্যে ছিলে অন্যকারো,
অন্য কপালে তোমার পরিচয় ছিলো সুখ।
দেখালে ভালোবাসা, ভেবেছিলাম তুমি আমার হবে।
কিন্তু আমার হলে না,
এ মনে বাঁধিয়ে গেলে অনন্ত মন খারাপের অসুখ।



ভুল - ২


একটা সময় পর গিয়ে আমরা অনুভব করি,
জনমটাই গেলো ভুলে আমাদের, ভুল ছিলো চাওয়াগুলো, ভালোও বেসেছিলাম ভুল।
অথচ আমরা নিঃশব্দে শতো কাঁটার আঘাত সহ্য করেছিলাম, তাদেরই ভেবে ফুল।



একা - ৩


যে মানুষ ভেতর থেকে একা হয়ে গেছে পৃথিবীর কারো সঙ্গই এরপর তার মন ভালো করতে পারে না। কিংবা পুরো পৃথিবীর কোলাহলও এরপর আর তার মনে দাগ কাটতে পারে না।



বেহায়া


চোখে তার, মুখে তার তবুও কত মায়া।
ধ্বংস আমার অনিবার্যই ছিলো, আমি হয়েছিলাম তার জন্য বেহায়া।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন
DMCA.com Protection Status