সুযোগের বন্ধু
উপকার করতে পারলেই বন্ধু ভালো।
না হলে বলবে, তোমার মতো কতো এলো-গেলো।
একটা ভুল করেই দেখো না,
ভুলে যাবে তার জীবনে তোমার কতটুকু অবদান ছিলো।
অভিনয়
এই যে প্রতিনিয়ত কেউ না কেউ, কাউকে না কাউকে ভেঙে চলে যাচ্ছে,
অথচ ফুলের দোকানের উপচে পড়া ভীড় কমছেই না।
এটাই কি প্রমাণ করে না?
সত্যিকারের ভালোবাসা যতোটাই না কঠিন,
ঠিক ততোটাই সহজ ভালোবাসার অভিনয়?
আপন
আপন সে তো হয় না অব্দি নিজের ছায়া।
আলো পেলে সেও হারিয়ে যায় ফেলে একা।
ওরে বোকা মন,
তবে তুমি কার জন্য পুষে যাও এত মায়া?
আপন বলতে হয় না এ ভুবনে কিছু,
খুঁজলে সবই পাবে ফাঁকা।
শেষ
কতশত গল্প শেষ হয়ে যায় শেষ কথা বলবার আগেই।
কতশত কথারাও ফুরিয়ে যায় এ ভেবে,
বলবো কাকে গল্পের মানুষটাই তো আর নেই।
এই শেষের কি কোন শেষ আছে?
কেউ শেষ হয় আবার কেউ নিজ হাতেই করে শেষ।
এরপর সে হয়েছিলো যার,
তাকে নাকি মনে ধরেছিলো তার বেশ।
তাই দিলো আমাকে বিদায়, গল্পটাও হলো না আর বিশেষ।
অন্য জনম
সুখ, তুমি ভেবে দেখো,
অন্য জনমে আমার হতে পারো কি না?!
তোমাকে ছাড়া নিজেকে মানিয়ে মানিয়ে এ জনম তো কেটেই গেলো।