ভারাক্রান্ত জীবন
যে অনুভূতিগুলো কথায় প্রকাশ করা যায় না। কাউকে বলতে গেলে মনে হয়, এইগুলো ব্যক্তিগত, কাউকে বলাও যায় না। ঐ অনুভূতি আর কথাগুলো অনেক বেশিই ভারী হয়। আর ঐগুলোর ভারেই মূলত আমাদের জীবন ভারাক্রান্ত হয়ে থাকে।
নসিব
নসিব, নসিব, নসিব, তুমি বড়োই অদ্ভুত, বড়োই কঠিন এক স্বান্তনা। একবার যদি না পাওয়া কিছুর উপর তোমার দায় লাগে যে, নসিবে ছিলো না। ইচ্ছে থাকুক কিংবা না থাকুক, এ দায় ঠেকানোর সাধ্য আর কারো নাই, সবাই মানতে বাধ্য।
অসহায়ত্ব
এতো বড় পৃথিবী, এতো এতো মানুষ,
অথচ আমাকে বুঝার মতো কেউ এখানে নেই!
এরচেয়ে বড় অসহায়ত্ব বোধহয় আর কিছু নেই।
তুমিহীন
নিদ্রার ঘোরে থেকেও যে রাত্রিগুলো কাটে আমার নিদ্রাহীন,
তোমার স্মৃতি পুড়িয়ে আগুন তাপায় আমার মস্তিষ্ক,
গাল-গল্পে হৃদয় বলে,
সে নাকি নিজের ভেতর অনুভব করে মরুভূমি,
দৃষ্টিরা বলে তারা আর পলক ফেলবে না,
পলক ফেলতেই নাকি দেখে তোমার অবয়ব,
যেন সামনেই দাঁড়িয়ে তুমি।
তবুও দেখো,
তোমার থেকে পালিয়েও যেন চেয়ে চাই তোমাকে সীমাহীন,
এভাবেই একসাথে আমরা উৎযাপন করি 'তুমিহীন'।
ক্লান্তি
যতোই বুঝাতে চেয়েছি,
বরং আরও ব্যথাই পেয়েছি।
এখন আর দুঃখ পেলেও প্রকাশ করি না,
বুঝাতে যেতেও আজ আমি ক্লান্ত অনুভব করি।
অনুভব করি,
আমি আমার দুঃখ প্রকাশের ইন্দ্রিয়তাই হারিয়ে ফেলেছি।