১. একধর্মিতা
ভালোবেসে কেউ ভালো থাকে নি, কেউ না।
তোমাকে ভালোবেসে যেমন আমি ভালো থাকি নি,
অন্যকাউকে ভালোবেসে তুমিও না।
দিনশেষে একাই চলতে হয়,
তবুও মাঝপথে আমরা কাউকে না কাউকে ভেঙে দেই।
খুব যত্ন করি ভেঙে দেই, যেন এটা আমাদের অধিকার।
২. ভাগ্য
তোমারই বা আর দোষ কই?
আমিই তো তোমাকে ভাগ্যে লিখে নিয়ে আসি নি।
যা ভাগ্যে থাকে না, তা হাতের মুঠোয় থাকলেও হারানো স্বাভাবিক।
আর যা ভাগ্যে থাকে, সাত-আসমান দূরত্বও সেখানে কিছু না।
আসলে ভাগ্যে থাকাটাই বিষয়, চাওয়াটা না।
৩. মর্গ
এই মস্ত পৃথিবীটা বিরাট এক মর্গ।
এখানে মানুষ জন্মক্ষণ থেকে অপেক্ষা করতে থাকে, নিজের লাশ বুঝে নেওয়ার জন্য।
৪. তুমি
বেদুইনের মতো বালুর মরুতে ঘুরি, প্রেম তৃষ্ণায় বুক ফেটে যায়।
অথচ পানি নেই, শুধুই মরীচিকা।
সে মরীচিকায় আমি স্পষ্ট দেখতে পাচ্ছি - প্রেমের প্রাসাদ।
গিয়েছিলাম বহুবার, ঢুকতে পারি নি।
প্রাসাদের প্রহরীরা বলেছে,
“এ প্রাসাদের চাবি তুমি,
যেমন বেহেশতের চাবি নামাজ।”
৫. চক্ষুর শোক
পৃথিবীর সবচেয়ে বাজে অনুভূতি কী জানো?
তোমাকে দেখতে চাওয়ার ইচ্ছে থাকলেও দেখতে না পারা।
মহাবিশ্বের কোন প্রেমিকই এ দুঃখ সইতে পারে নাই।