জীবন আর মৃত্যুর মধ্যে বেশি তফাৎ নেই।

 ১. মূল্যহীন


কারো জীবনে আমরা ঝড়ে যাওয়া পাতার মতো।
বাতাসের সঙ্গে হারিয়ে গেলেও, আমাদের ছায়া পড়ে না তাদের জীবনে।
যেন কখনো আমাদের প্রতি তাদের কোন পিছুটান ছিলোই না।



২. জীবন-মৃত্যুর দূরত্ব


জীবন আর মৃত্যুর মধ্যে বেশি তফাৎ নেই।
শুধুমাত্র শ্বাস নেওয়া লাশ থেকে শ্বাস না নেওয়া লাশ হতে যতক্ষণ সময় লাগে।



৩. পাঁজরের রানী


আমার এই অন্তত প্রেম, আহ্লাদ তোমার জন্য হে পাঁজরের রানী।
কুড়িয়ে নাও দু'হাতে, তোমার ইচ্ছে যতো।



৪. যারা সমুদ্রের মতো


আমাদের জীবনে কেউ না কেউ থাকে যারা সমুদ্রের মতো।
যাদের পাশে বসলেও মন ভালো হয়ে যায়।
বিদায় বেলায় মনে হয় আরও কিছুক্ষণ বসি।



৫. “না”


মানুষকে “না” বলতে শিখুন।
অন্যথায় তারা আপনার উদারতার সুযোগ নিবে এবং আপনাকেই ভাঙবে।

إرسال تعليق

أحدث أقدم
DMCA.com Protection Status