১. প্রতিশ্রুতি
পৃথিবীর সকল প্রতিশ্রুতিই মিথ্যে!
দিনশেষে মানুষ থাকে না, শুধু থেকে যায় তাদের স্মৃতি আর দেওয়া প্রতিশ্রুতিগুলো।
আর মিথ্যে প্রতিশ্রুতি মানুষকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট।
২. অপেক্ষা
পাবো না জেনেও আমি তোমার অপেক্ষাতেই রই।
এই অপেক্ষার যেন শেষ নেই!
কল্পনাতে তুমি আমার হলেও,
বাস্তবে তবুও যেন তোমার অভাবেই আমি বৃদ্ধ হই!
যদি তোমাকে পাওয়ার আশা ছেড়েই দেই,
তবে তোমাকে আর ভালোবাসলাম কই?
৩. প্রয়োজনের সম্পর্ক
তোমার যতোই বয়স বাড়বে তুমি ততোই বুঝতে থাকবে,
পৃথিবীতে কেউই বিনা প্রয়োজনে তোমার নয়।
৪. স্বার্থপর
মানুষ আমার জীবনে আসতো, আবার চলেও যেতো।
আমি বুঝতে পারতাম না, ওরা আসেই বা কেন?
কিন্তু কেনই বা চলে যায়?
তারপর একদিন বুঝলাম,
মানুষ আমার সাথে ততোক্ষণই থাকে,
যতক্ষণ তাদের পাশে আর কেউ থাকে না।
৫. ভাগ্য
যারা বলে ভালোবাসলে মানুষ হারায় না,
তারা বোধহয় তোমার আমার বিচ্ছেদ দেখে নি।
কতোটা ভালোবাসার পরও ছেড়ে দিয়েছি,
তা কেবল তুমি, আমি আর ঐ সৃষ্টিকর্তাই জানে।
অতএব, ভালোবাসলেই মানুষকে পাওয়া হয় না,
জন্মানোর আগে ভাগ্যেও লিখে নিয়ে আসতে হয়।