একদিন আমি তীব্র দহন সহ্য করতে না পেরে,
খোদার কাছে কান্নায় ভাসলাম,
“হে প্রভু, টানতে পারছি না আর জীবনের বোঝা,
দাও পান করিয়ে আমায় মৃত্যুর সুধা।”
খোদার কাছে কান্নায় ভাসলাম,
“হে প্রভু, টানতে পারছি না আর জীবনের বোঝা,
দাও পান করিয়ে আমায় মৃত্যুর সুধা।”
খোদা বললেন ধীরে,
“ওরে বোকা, যদি আমি যদি তা করি মঞ্জুর,
তাহলে সেই নারীর আবেদন কোথায় রাখি?
যে নারী নিজের সুখকে তোর জন্যে দিয়েছে ফাঁকি।
যে নারী প্রতিটি নামাজে, প্রতিটি প্রার্থনায় আমার কাছে চেয়েছে শুধু তোর দীর্ঘ জীবন।
তোর জন্মের দিন থেকে আজ পর্যন্ত তার একটিই যেন আবেদন।
‘হে খোদা, আমার সন্তানকে বাঁচিয়ে রেখো, তার পথ হোক আলোয় ভরা।’
বল, তোর মৃত্যুকামনা আমি কবুল করি কীভাবে?
কিভাবে তুই পাষাণ নামাতে চাস সে মহীয়সীর বুকে খরা?”
তখনই বুঝলাম,
আমার জীবন কেবল আমার নয়,
আমার প্রতিটি নিঃশ্বাসের সাথে মায়ের দোয়া বাঁধা।
মৃত্যু চাইলেও তাই মৃত্যু দেন না হয়তো খোদা।
- মায়ের দোয়া