১. বদলে গেছে
মহাবিশ্বের কোন না কোন নিয়ম বদলে গেছে,
কিছু না কিছু তো বদলেছেই।
যাকে ছাড়া এক মূহুর্ত ভাবতে পারতাম না,
তাকে ছাড়াও বেঁচে আছি আজ বহুদিন।
সুতরাং কিছু না কিছু বদলেছেই।
হয়তো তুমি, নয়তো আমি কিন্তু কিছু একটা বদলেছে।
২. অপূর্ণ মানব
কিছু মানুষের পূর্ণতা হয় না, তাদের শূন্যতায় মানায়।
আর আমিও তাদেরই একজন।
৩. একা
চারপাশে এতো মানুষ,
অথচ কেউ আমার জন্য অপেক্ষা করে না।
ভীষণ ভীড়েও আমি একা থাকতে থাকতে ক্লান্ত,
আমার ক্লান্তিও কারো চোখে ধরা পড়ে না।
৪. ভবঘুরের দায়
ঘুমহীনের এই চোখের নিচের কালো দাগের দায় নিবে কি ঐ কাজল চোখের মেয়ে?
একাকী এই রাত্রি-গুলোর দায় কি নিবে সে?
সে কি নিবে আমার ধ্বংসের দায়,
যতোটা করেছে মনের কোণে বসে হেসে হেসে?
সে কি নিবে এই ভবঘুরের জীবনের দায়,
যা সে করেছে মাঝরাত্রে স্মৃতিতে এসে?
৫. ঘাতক
যারা ছেড়ে যায় তাদের আমরা বলি বেইমান।
কিন্তু যারা নিজেরা ছাড়ে না বরং ছাড়তে বাধ্য করে!
তাদের কি বলবো? ঘাতক?