ভুলের জন্য উৎসর্গ

শিল্প


এত যত্ন করে দুঃখ দাও আমাকে,
মনে হয়,
এ যেন তোমার সৃষ্টি এক অনন্য শিল্প।



মনে থাকবে


হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে।
কিন্তু মনে থাকবে আজীবন,
খারাপ সময়গুলোতে কেউ সঙ্গ দেয় নি।



যারা হাসে


আর তোমরা যে বলো, যারা সুন্দর হাসে।
খোঁজ নিয়ে দেখো,
তাদের জীবন তরী অন্তকালই দুঃখের নদীতে ভাসে।



বিষ


যার হাসিতে যত বেশি মায়া, তার কামড় ততো বেশিই বিষাক্ত।



ভুলের জন্য উৎসর্গ


মানুষ চিনতে করেছিলাম ভুল।
যাদের ভেবেছিলাম ফুল,
তারাই দিলো কাঁটার আঘাত।
যাদের সুখের জন্য নিজেকে বিক্রি করলাম,
তারাই করলো আমার সুখ আত্মসাৎ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন