ঠকবাজ

বোকা


হায়, কতো বোকা ছিলাম আমি।
মায়ের স্বপ্ন ভাঙলাম যার জন্য,
নষ্ট করলাম যার জন্যে বাবার নুন।
সেই প্রেমই ভাসিয়েছে আমাকে বিচ্ছেদের সমুদ্রে,
করেছে আমার এ হৃদয়কে খুন।



রূপ


একরূপী খারাপকেও সহ্য করা যায়।
কিন্তু বহুরূপী ভালোর বিষ হজম হয় না।



অন্যের চাঁদ


সে তো ছিলো অন্যের চাঁদ!
অথচ আমি ভাবতাম,
ভরা পূর্ণিমায় সে আমাকে স্নান করাবে তার জোছনায়।



ঠকবাজ


মানুষ আপনের মতো সাজে, কিন্তু আপন হয় না।
তুমি যাকে ভাবো আপন, যার জন্য তোমার মন কাঁদে।
সে তোমার ব্যর্থতার গল্প অন্যের কাছে বলে হাসে,
তোমাকে কাঁদানোর স্বাদে।



নির্দয়


অপেক্ষা করতে করতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়,
আবার রাত থেকে সূর্যোদয়।
তবুও যেন এ অপেক্ষার প্রহর শেষ হয় না,
তুমি ফিরলে না, যে হৃদয় চায় তোমার আশ্রয়।
প্রিয়তমা, তুমি আমার উপর এতোটাই কিভাবে নির্দয়?

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন
DMCA.com Protection Status