দ্বন্দ্ব ২

দ্বন্দ্ব ২


মস্তিষ্ক আর হৃদয়ে চলছে তুমুল দ্বন্দ্ব।
একজন চাচ্ছে স্বার্থ, সফলতা,
অন্যজন তোমাকে।



ভয়


আমার প্রিয় থাকে যা, তা বেশিদিন আমার থাকে না।
তাই তোমাকে নিয়ে আমার খুব ভয় হয়।



জীবন


মরতে ভয় পেতে পেতে একদিন মানুষ বাঁচতেই ভয় পায়।
আর এ'টুকু বোধ হতে যতোটা সময় লাগে, ততোটাই জীবন।




একতরফা ভালোবাসা


বিষাক্ত যে প্রেম,
আর আমারও আছে বিষের নেশা।
মুখ ফোঁটে তবুও আজও ব্যাখ্যা করা হয়নি এ প্রেমের ভাষা।
যাকে ভালোবেসে হলাম জীবন্ত লাশ,
লাশের দায় কি নিবে তুমি, এক তরফা ভালোবাসা?



পুরনো অভ্যাস


মানুষদের থেকে ঠকে, মানুষ চিনতে না পেরে আক্ষেপে কান্নাটা আমার জন্য নতুন না।
জন্মের পর মানুষ চিনতে না পেরেই প্রথমবার কান্না করেছিলাম।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন
DMCA.com Protection Status