দায়মুক্তি ২

কথার বরখেলাপ


যারা কথা দিয়েছিলো,
সারাজীবন থাকবে পাশে।
পাশে পাই নি তাদের আমার দুঃখের দিনে,
অথচ স্মৃতিদের জীবিত রেখে গেছে মনের কোণে।



অপেক্ষা ২


চাইলে অপেক্ষাও হতে পারতো ইবাদতের মতো।
আমরা মানুষের জন্য অপেক্ষা করি,
বিনিময়ে জবাই করি নিজের সুখ।
যদি বা আমরা অপেক্ষা করতাম আল্লাহর সিদ্ধান্তে,
হয়তো দেখা পেতাম সে সুদিনের,
যে সুদিনের অপেক্ষায় হাজারো স্বপ্ন পুষে এ বুক।



ব্যর্থ


আমি মানুষের মাঝে নিজেকে করেছিলাম দান,
পেতে মানুষেরই মন।
ভেবেছিলাম, ভালোবাসলে সত্যিই মানুষ বুঝে তার অর্থ।
কিন্তু বাস্তবে মানুষ খোঁজে স্বার্থ,
আর মানুষ চেনার বেলায় আমি বরাবরই ব্যর্থ।



চেষ্টা 


আমাদের গল্পগুলো ততোদিন সক্রিয় থাকে,
যতদিন না আমরা চেষ্টা চালিয়ে যাই।
যেদিনই ভাববো হেরে গেছি এবং চেষ্টা করা বন্ধ করে দিবো,
সেদিনই গল্পটা শেষ।



দায়মুক্তি ২


তুমি চলে গিয়ে ভালোই করেছো।
আমাদের কারো না কারো প্রতিশ্রুতি ভাঙতেই হতো।
তুমি আমার হলেও আমি একদিন না একদিন তোমাকে একা রেখে যেতাম পৃথিবীতে।
অন্তত তুমি নিজ থেকে প্রতিশ্রুতি ভেঙে বরং আমাকে দায়মুক্ত করলে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন