আদম-হাওয়া

রেখে দিও


আর হবে না দেখা গো তোমারও সনে,
স্মৃতিগুলো রেখে দিও জীবন্ত করে মনে।
ভালোবাসায় রাখো নি আমায়, ঘৃণাতে অন্তত রেখে দিও হৃদয়ের গহীনে।



আদম-হাওয়া


বেহেশত ছিলো চিরশান্তির জায়গা,
তবুও আদম বুঝলো হাওয়ার অভাব।
আমাকে পাঠানো হয়েছে আদমের উত্তরসূরী করে,
আর তোমাকে করে উত্তরসূরী হাওয়ার।
চিরশান্তির জায়গা যার অভাব পূরণ করতে পারে না,
তবে দুঃখের ধরনীতে কীভাবে থাকি তোমাকে ছাড়া?
আমার মাঝেও তো আছে মাটির আদমের স্বভাব।



কর্মের জবাব


মানুষদের প্রতি আমাদের আচরণ তাদেরই নিজ কর্মের জবাব। তাই কারো প্রতি আমাদের ভালোবাসা থাকবে নাকি ঘৃণা সেটা সবসময় আমরা নির্ধারণ করি না। মূলত এটা নির্ধারণ করে সেই মানুষটার কর্ম, যা সে আমাদের প্রতি দেখিয়েছে।



মেনে নাও


এবং যতদিন তুমি মেনে নিবে,
যা হয় ভালোর জন্যেই হয়।
দেখবে এবং অনুভব করবে শান্তি।
যখন তুমি মনে নেওয়া শুরু করবে,
আর ভাববে, আসলেই যা হয়েছে ভালো হয়েছে?
ফের তুমি পাবে হৃদয়ে তীব্র ব্যথা,
আর আকাশ সমান ক্লান্তি।
অতএব মেনে নাও।



স্বাধীন


সবশেষে তুমিই ছিলে, যাকে আমি হারাবার ভয় পেতাম। একদিন তুমিও চলে গেলে, এরপর আমি শুধু একাই হয়ে যাই নি, হয়ে গেলাম স্বাধীনও বটে। যার হারাবার কিছু নেই, যার পিছুটান নেই, সে স্বাধীন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন