কবিতাঃ বহুরূপী

দু’বার করেছি হজ্ব,
দেখো প্রভুর দয়ায় কেমন অপরূপ আমার ভাগ্য।
আছে ইসলামিক জ্ঞানও অগাধ,
নিয়মকানুন জানি সবই, নই অজ্ঞ।
ছেলেকেও দিয়েছি পড়তে মাদ্রাসায়,
হৃদয়ে লালন করি আলেম বানাবো,
সে ছড়াবে আমার নাম ডাক,
পড়াবে আমার জানাজা,
প্রার্থনা করবে আমার জন্য এই আশায়।

সমাজেও আছে আমার কীর্তির ধ্বনি, নামটাও বাজে ভালোই,
বাবার নামে দিয়েছি স্কু'ল, ছড়াচ্ছি সমাজে আলোই।
নিজ ভূমিতে গড়েছি এক ক্লিনিক,
দিয়েছি আমার বাবার সাথে মিলিয়ে ক্লিনিকটার নাম।
সমাজও আমায় বানাবে প্রধান অতিথি নিশ্চয়ই,
হোক কোন উৎসব কিংবা লাগুক গ্যাঞ্জাম।
আমি জানি আমি সৎ,
টাকার কাছে কখনো করিনি মাথা নত।
চাই না আমার নামে লাগুক কোন বদনাম,
মানবতার সেবাই করবো,
প্রভু জানেন, এর বিনিময়ে পাবো নিশ্চয়ই উত্তম পরিনাম।

দাঁড়ান মশাই, দেখি এই অসময়ে ফোনটা কে বাজায়?
“হ্যালো আসাদ সাহেব, বলুন...
ওহ, ফাইলটা কিছু ঝামেলায় পেন্ডিং আছে এখন,
আমারও হাতে নেই কোনো আইনগত শক্তি,
কি-ই বা করতে পারি বলুন।
কি...? ঠিক আছে ভাই,
চা-নাস্তার নামে যা বলেছেন, তাতেই চলবে তাই।
যখন এত অনুরোধ করছেন, মানতে তো হবেই জানি।
কাল সকাল সকাল অফিসে আসুন,
হয়ে যাবে ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম।”

- বহুরূপী

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন
DMCA.com Protection Status