আঁটকে যাওয়া

অবহেলা


আমি তোমাকে ভালোবাসি এর বিনিময়ে অবহেলা করো না। জানো তো? অবহেলায় মানুষ পুতুল হয়ে যায়। অনুভূতি মরে যায়, মরে যায় অস্থিরতা। এরপর তুমি থাকো বা না থাকো, এইসব আমার মনে কোন দাগ কাটতে পারবে না।



যার যা প্রাপ্য


স্পর্শ পাক প্রত্যেকটা কোমল হৃদয় নরম হাতের,
গন্ধে মাতাল হোক প্রেমিকের নাক, প্রেমিকার চুলের,
কিংবা প্রেমিকের ঠোঁট ছোঁয়া পাক প্রেমিকার ঠোঁটের।



তুমি ফুল, আমি ভুল


আমাকে নিয়ে ভেবো না,
ছেঁড়া শার্ট তালি দিয়ে চালিয়ে দেওয়ার অভিজ্ঞতা আমার আছে।
আর এটা তো জীবন,
ভাঙাচোরা যাই হোক, শ্বাস যেহেতু নিচ্ছি চালিয়ে যেতে পারবো।
তুমি ফুল, ফুল দিয়েই সাজাও তোমার ভুবন।
আমি তো ভুল, ফুলেরা ভুলের জন্য ভাবে না।



আঁটকে যাওয়া


তোমাকে ভালোবাসার খুব একটা প্রয়োজন ছিলো না,
তবুও তোমাকে ভালোবাসলাম।
অথচ তোমাকে পাবার প্রয়োজন ছিলো খুব,
বলতে পারো অনিবার্য, তবুও তোমাকে পেলাম না।
দেখো যেগুলো না হলেও আমাদের চলতো তা কত সহজে হয়ে যাচ্ছে,
আঁটকে যাচ্ছে শুধু যেগুলো হওয়া অনিবার্য ছিলো সেগুলোর বেলায়।



পরিচয়


হয় কদর করো, নয়তো স্পষ্ট করো অবহেলা,
অস্পষ্টতায়, অনিশ্চয়তায় প্রেম হয় না।
হয় পরিচয় দাও তুমি আমার, নয়তো বলে দাও চেনো না।
আমি তোমার কে হই, এর জবাবে তবুও বলো না, জানি না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন