ডাকনাম

নাটকীয়তা


জীবন নাটকের চেয়েও নাটকীয়।
আজ তুমি যাদের প্রদীপ, কাল তাদের জন্যেই কালো।
আজ যে তোমার প্রিয়জন, কাল সে অন্যকারো।
টের পেলেই বলবে,
লাগতো তাকে ভালো, সে তোমার চেয়েও ভালো।
আছি তাকে নিয়ে বেশ, আমার পিছু ছাড়ো।



প্রেম মানেই ঘৃণা


প্রেম বলতে বুঝি আজ, প্রেমিকার ছলচাতুরী।
বুলাতে মাথা এগিয়ে দিয়েছিলাম যাকে,
সে ভাঙলো মাথায় বিচ্ছেদের হাতুড়ি।
এই যে শুধু তোমার দায়ে প্রেম হলো আজ আমার কাছে ঘৃণা,
আচ্ছা, থেকে গেলে কি হতো বলো?
থেকে গিয়ে কি প্রেম সত্যি এটা প্রমাণ করা যেতো না?



ডাকনাম


প্রেমে পড়া আর ভালোবাসা এক না।
মোহ তোমার জন্মেছিলো আমার প্রতি জানি,
তবে সেটা ছিলো না কোন স্থায়ী মায়া।
বদলে গেছে সম্পর্ক,
বদলে গেছে তোমার প্রিয়জনের নাম।
অথচ ডাকছে সে দেখলাম তোমাকে ঐ নামেই,
আমি দিয়েছিলাম ভালোবেসে তোমাকে যে ডাকনাম।



সফলতা


সফলতা মানেই ত্যাগ।
যাকে পেতে হলে ছাড়তে হয় বন্ধুদের আড্ডা,
আরামের ঘুম, ইচ্ছা স্বাধীন চলাফেরা।
আর করতে হয় নিজের সাথেই যুদ্ধ।



গন্তব্য


একই গন্তব্যের প্রতিজ্ঞা ছিলো,
অথচ গন্তব্যে পৌঁছানোর পূর্বেই গন্তব্য হয়েছে আমাদের পরিবর্তন।
পরিবর্তন হয়ে গেছে আমাদের যাত্রাপথ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন