কবিতাঃ ঘৃণা

তোমায় শুনতে তৃষ্ণা পুড়ায় বুক,
চোখ শুকায় তোমায় দেখার আকাঙ্ক্ষায়।
তবু চাই না আবার দেখা হোক,
ভালোবাসার চেয়েও ঘৃণা করি আজ বেশি তোমায়।

চৌচির হোক হৃদয় আমার,
কিংবা লাভার আগুন ঢালার যন্ত্রণা হোক চোখে।
সেই যন্ত্রণাও শুধু আমার থাকুক,
তবু তুমি এসো না দয়া করে আমার জীবনের বাঁকে।

ছলনার বিষে নিঃশেষ করলে মন-প্রাণ,
প্রতিশ্রুতির মিথ্যে খাঁচায় বন্দী করেছিলে প্রাণ।
ফেলে গেছো আমায় এক জীবন্ত লাশ করে,
শ্বাস আছে, স্পন্দন আছে,
তবু বুঝেছি মানুষ কিভাবে জীবন্ত পুড়ে মরে।

তুমি থেকো নিয়ে তোমার সুখের আলো,
যে সুখ বলি বলি ছেড়ে গেলে আমায়,
আর আমি থাকি তবুও নীরব আঁধারে।
ভালো থেকো তুমি দূরে বহুদূরে,
আমার জীবনে আর যেনো না আসো কভু কালে।

আমার কোনো দাবি নেই, কোনো আকাঙ্ক্ষা নেই,
শুধু জানি, কেউ অঙ্গীকার ভেঙে ঠকিয়ে ফেলে গেছে।
প্রেমের ভাঙা প্রতিচ্ছবির ধ্বংসাবশেষে আজ,
তোমার প্রতি শুধু ঘৃণাটাই যে আছে।


- ঘৃণা

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন