জীবনের হিসাব

পাল্লার দু'পাশের ব্যবচ্ছেদ


যাকে ভুলে থাকতে পারি না, তাকে কাছে পাবারও ভাগ্য হয় নি।
পাল্লার দু'পাশের এতো ব্যবচ্ছেদের ব্যথা কিভাবে সইবো?



ছলনার কৃষ্ণগহ্বর


তোমার জন্য জমানো কত কথা ছিলো,
অসীম ভালোবাসা ছিলো আমার হৃদয়ে।
বলা হয় নি কথাগুলো, বাকি ভালোও হয় নি বাসা,
এর আগেই আমি পড়ে গেছি ছলনার কৃষ্ণগহ্বরে।



হারাবো


আজন্মকাল ধরনীর বুকে বিরক্তির পরিচয়ে বাঁচিব না।
হারাবো, এরপর হারাবো একদিন।
কোথায় আছি, কেমন আছি কেহ জানিবেনা কোনদিন।



জীবনের হিসাব


এই নির্জন নিশিতে কষে চলেছি জীবনের হিসাব,
পাপের দায় পাপীর, তবে পাপীর দায় কার?
কর্মে কর্মে নিজেই ধ্বংস ডেকে এনেছিলাম বারংবার।
শোধরাবো বলে বলে জীবন ফুরিয়ে ফেলেছি,
এখন আছেই আর কি বাকি হারাবার?



আবেদন - ২


আজন্মকাল ধরে পুড়ছে এ হৃদয়। আগুন নেভানোর মানুষের যথেষ্ট অভাব হলেও, তীব্রতা বাড়ানোর মানুষের অভাব এখানে নেই। হে প্রভু, এবার অন্তত নিস্তার দাও আমায়।

إرسال تعليق

أحدث أقدم
DMCA.com Protection Status