মুখোশ - ২

আবদার


হৃদয়ে পোষা স্বপ্নগুলো পূরণের আবদার তোমার কাছেই রাখলাম, হে প্রভু।
জানি তুমি উত্তম প্রতিদানকারী,
জানি সৎ স্বপ্ন ভঙ্গ করবে না তুমি কভু।
তুমিই তো উত্তম ফয়সালাকারী,
তুমিই জানো অতৃপ্ত এ হৃদয় কি চায়!
তুমি ছাড়া তো এ হৃদয় শীতল করার মতোও আর কেউ নাই।



অপচয় 


প্রেমের শুরুতে আমরা বলি,
“তোমার সাথে আমার আরও আগে কেন দেখা হলো না।”
এরপর সময়ের সাথে সাথে মানুষের পরিবর্তন হয়,
বিষিয়ে যায় প্রেমের স্বাদ।
ফলস্বরূপ আফসোস করি,
“আমাদের যদি কোনদিন দেখাই না হতো,
কত ভালো হতো, দুঃখ পেতাম না তোমাকে ভেবে অন্তত।”
আর এইটুকু বোধ হতে হতেই আমরা আমাদের জীবনের সবচেয়ে দামী সময়টার অপচয় করে ফেলি,
আর হয়ে যাই অনুভূতিহীনও সম্ভবত।



মুখোশ - ২


অথচ চেহেরায় দুঃখের বিন্দুমাত্র ছাপ পড়তে দেই না,
চেহেরায় ভালো থাকার এক মুখোশ পড়ে সর্বদা হেসে যাই।
যেন এ ভুবন নাট্যমঞ্চ আর আমি এক পেশাদার অভিনেতা।
যেন এখানের অবিধানগুলোতে দুঃখ বলে কোন শব্দই নাই।



রিজিক


কারো প্রেম বা ভালোবাসা পাওয়াও রিজিক,
যেমন রিজিক খাদ্য বা সুস্থতা।
আর উনি তো বলেই দিয়েছেন,
“কেউ তার রিজিকের এক তিলও বেশি উপভোগ করতে পারবে না।”
যেখানে তোমার সাথে আমার রিজিকই নেই,
সেখানে তোমাকে  যদি জোর করে বেঁধেও রাখতাম,
কি লাভ হতো বলো?



মেনে নেওয়া


মানুষের মধ্যে লুকায়িত সবচেয়ে শক্তিশালী ক্ষমতা হলো মেনে নেওয়া।
যদি কোন মানুষ একবার এই মেনে নেওয়ার ক্ষমতা অর্জন করে,
তবে এরপর কে তার জীবনে থাকলো বা কে গেলো?
কে ভালোবাসলো, কে করলো ঘৃণা বা অবহেলা?
এইসব কিছুর পরোয়া তখন সে মানুষ করে না।

إرسال تعليق

أحدث أقدم