প্রয়োজনের প্রিয়জন - ২
মানুষ হারায় না, শুধু প্রয়োজন শেষে খোঁজ নেওয়া বন্ধ করে দেয়।
যাদের প্রয়োজনে পাশে ছিলাম, যারা আমাকে তাদের আপন বলতো, যারা আজ আমাকে মনে রাখে নি।
তারা আমার সাথে একই আকাশের নিচে এবং মাটির উপরেই বসতরত।
দূরত্বের দায় এটুকুই, আজ আমি তাদের প্রয়োজনে আসি না।
অনুশোচনাহীন
তারা দুঃখও দেয়,
আবার বানায় দোষী তাদের নিজেরই ভুলে।
তারা অনুশোচনা তো পুষেই না,
বরং আরও দোষের আঙুল তুলে।
ফিরবে না
ফেলছো কেন চোখের জল, জ্বেলে আলো নিভু?
কার জন্যে করে যাচ্ছো অপেক্ষাই তুমি তবু?
ফিরবে না সে, ফিরবে না মেনে নাও।
ভালোবাসে নি সে তোমায় কভু।
তুমি আর একঘেয়ে আমি
তুমি বলেছিলে, আমি অগোছালো।
অথচ তুমি গুছিয়ে দিবে বলেই আমি অগোছালো হয়েছিলাম।
তুমি বলেছিলে, আমি বোকা।
অথচ তুমি বুঝিয়ে দিবে বলেই বোকার মতো সেজেছিলাম।
তুমি বলেছিলে, আমি ভালোবাসতে জানি না।
অথচ তুমি ভালোবেসে যাবে তাই বুকে ভালোবাসার খরা বানিয়ে রেখেছিলাম।
তোমাকে যেন আরও ভালো লাগে তাই আমি নিজেকেই একঘেয়ে বানিয়েছিলাম।
ভুল চাওয়া
যে চাইলেই দিতে পারতো, যার কাছে কিছুর অভাব নাই, তার কাছে চাই নাই।
চাইলাম তার কাছে, যারে উনিই দেন, যার কাছে আমি চাই নাই।
তৃতীয় পক্ষের কাছে চাইয়া যখন দুঃখ পাইলাম,
তখন বুঝলাম আমি ভুল জায়গায় চাইছিলাম।
কিন্তু এরপর তো যথেষ্ট বিলম্বই হয়ে গেলো।