অভ্যাস থেকে স্মৃতি

মরে গিয়েও বেঁচে থাকা


কিছু প্রেমিক মরে যায় তখনই, যখন তার ভালোবাসাকে অন্যকেউ স্পর্শ করে।
ঐ প্রেমিক মরে গিয়েও এরপর বাঁচে,
নিজের পরিবারের প্রতি দায়িত্বে।



সময়


হয়তো সময় থাকতে শিখায় নি!
কিন্তু দেরিতে হলেও,
সময় আমাকে সবকিছু শিখিয়েছে।



ধৈর্য


একটু কিছু হতেই আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়।
অথচ আমরা একটুও ভাবি না,
আমরা যে এতো ভুল করি,
আল্লাহ্‌ আমাদের উপর কতোটা ধৈর্যশীল।



অভ্যাস থেকে স্মৃতি


মনের অজান্তেই মানুষ মনে ধরে যায়।
মনে ধরা এই মানুষ একটা সময় অভ্যাসে পরিণত হয়।
সময়ের ব্যবধানে এই অভ্যাসগুলো কেবল স্মৃতিতে পরিণত হয়।



মানুষ


মানুষ হওয়া সহজ,
মানুষের ঘরে জন্মেই মানুষ হওয়ার ট্যাগ নেওয়া যায়।
কিন্তু ভালো মানুষ হওয়া কঠিন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন