সফলতা
কেউ যদি আমাকে ভুলে ভালো থাকে, এটাও বরং আমারই সফলতা। কারো ভালো থাকার কারণ হতে পারাটাই মুখ্য, এতে কেউ পাশে থেকে ভালো থাকুক কিংবা ভুলে থেকে।
ব্যর্থতা
মানুষ কি আর সাধে হারায়?
বরং আমিই মানুষকে ধরে রাখতে জানি না।
না জানি ভালোবাসতে আর না পারি ভালো রাখতে,
এ'বেলাতেও আমি ব্যর্থ, তবে মানুষ কেনই বা আমার সাথে থাকবে?
আক্ষেপ - ৪
শুধু স্মৃতিরাই জানে, আমি কতোটা ভালোবেসে ফুলচন্দন বিছিয়ে দিয়েছিলাম ভুল মানুষের চরণে।
ফেলে আসা দিনগুলোও জানে,
জীবন থেকে কতোটা সুন্দর সময় নষ্ট হয়েছে এই একটি ভুলেরই কারনে।
আফসোস
কতো আফসোস লাগে রে আমার নিজের জন্যে। কতো আফসোস, আমি নিজেকে নিজের হাতে শেষ করলাম। আফসোস, আমি তোমাকে যতোটা ভালোবেসেছিলাম, তার খানিকটাও যদি নিজেকে বাসতাম।
পরিচিত ব্যথা
তুমি সুখ নামক আমার এমন এক দুঃখ,
যা কাউকে বলা যায় না কোনদিন।
তুমি আমার এমন এক বেদনা,
যা নিঃশব্দে পুষতে হয় নিশিদিন।
তুমি এমন এক পরিচিত ব্যথা,
যে আমায় পুড়াবে জেনেও চেয়ে চাই প্রতিদিন।