পোষা দুঃখ

পোষা দুঃখ


আমার দুঃখগুলো একান্তই আমার পোষা।
পোষা কুকুর যেমন জোর করে কোথাও রেখে আসলে পিছন পিছন ফের চলে আসে।
আমিও আমার ভুল কর্ম দিয়ে আমার দুঃখগুলোকে বারবার ফিরিয়ে আনি।
সুতরাং দুঃখ নিয়ে আফসোস আমার মানায় না।



বাহানা ২


ব্যবহারেই বুঝা যায়, কে থাকতে চায় কিংবা চায় রাখতে।
ছেড়ে যাওয়ার জন্য হাজারটা কারণ তো ঠিকই খুঁজলে।
থেকে যেতে পারতে চাইলেই,
যদি থেকে যাওয়ার জন্য একটি কারনও খুঁজতে।



ওয়াদা


ঐ যে একদিন তুমি আমাকে ওয়াদা করেছিলে,
“আমি তোমাকে ভালোবাসি, তুমি একান্ত আমার।”
বলো? তুমি ছেড়ে গেছো বলেই কি আমি অন্যকারো হওয়ার অধিকার রাখি এরপরও?



ভবিষ্যৎ


মৃত্যুই একমাত্র ভবিষ্যৎ এবং এটাই চূড়ান্ত।
তবুও আমি এত বেশি বানোয়াট ভবিষ্যৎ পরিকল্পনা করি,
যেন সময় আমার গোলাম এবং আমি চিরস্থায়ী।



মৃত্যু ২


মৃত্যুও খুব অদ্ভুত এবং অপরিচিতদের মতো আচরণ করে।
যারা মৃত্যু চায়, মৃত্যু তাদের দেখা দেয় না,
যার ফল আত্মহত্যা।
অথচ যাদের দু'চোখে থাকে স্বপ্ন, ভালোবাসা এবং বাঁচার প্রবল ইচ্ছা,
মৃত্যু এসে আলিঙ্গন করে বরং তাদেরই।

إرسال تعليق

أحدث أقدم
DMCA.com Protection Status