কবিতাঃ প্রেম প্রাসাদের চাবি তুমি

তোমার খোঁজে আমি বালুকাবৃত্ত মরুপ্রান্তরে ঘুরি,
যেন প্রেমিক নই, অসহায় এক পথহারা বেদুইন আমি।
প্রেম তৃষ্ণার দহন বুক চিরে ছড়িয়ে পড়ে সমস্ত গায়ে,
কিন্তু কোথাও পানি নেই,
আছে শুধু প্রতারণাময় মরীচিকা, মরুভূমির ধোঁয়াশা!

সে মরীচিকার বুক ভেদ করে উঁকি দেয় এক অলৌকিক প্রাসাদ,
চোখে পড়ে স্বপ্নময় প্রেমের অট্টালিকা।
ভেবেছিলাম, ওখানেই তুমি আছো,
তোমার খোঁজে গিয়েছি সেথায় বারবার,
তবুও পেরোতে পারিনি সে প্রাসাদের দুয়ার।

দ্বারপ্রান্তে প্রহরীরা দাঁড়িয়ে কঠোর উচ্চারণে বলেছে,
“এ প্রাসাদে প্রবেশ নিষিদ্ধ তোমায় ছাড়া।
এ প্রাসাদের একমাত্র চাবিই নাকি তুমি,
যেমন বেহেশতের চাবি নামাজ।”

- প্রেম প্রাসাদের চাবি তুমি

إرسال تعليق

أحدث أقدم
DMCA.com Protection Status