কবিতাঃ প্রেমিকার মায়া

ধরেছিলো আমাকে বিনাশের ভীমরতিতে,
ভালোবেসে বিশ্বাস করেছিলাম সে এক মায়াবতীতে।
তাহার কূলে ঢেলে দিয়েছিলাম সমস্ত নিজেকে,
পুড়িয়ে দিয়েছিলাম আমার দেহ, মন-প্রাণ।

কিন্তু একদিন শ্বাসরুদ্ধকর সত্য এসে দাঁড়ালো সামনে, সে আমার নয় আর।
তাহার ভালোবাসা আজ অন্যের জন্যে উৎসর্গিত,
যেন নদীর স্রোত বাঁক ঘুরে চলে গেছে অন্য এক অচেনা তীরে,
আর আমি ছাই হয়ে নিভে যাওয়া আগুনের মতো পড়ে আছি শুকনো বালুচরে।

সে এখন তার জন্যেই করে বাধ্যতামূলক স্নান,
তার জন্যেই খুলে দেয় ভালোবাসার অঙ্গন।
আর আমি রয়ে যাই শুধু তার বিরহ কুড়াতে,
স্মৃতিগুলো আঁকড়ে ধরি যেন থেকে যায় অক্ষত, অম্লান।

জানি প্রতিটি ছোঁয়াতেই দগ্ধ হবো, তবু ছাড়তে পারি না।
কারণ সেই মায়ার অগ্নিশিখাই ছিল আমার জন্য আলোকবর্তিকা।
ব্যথা নিশ্চিত, ফের আমি তাকে রাখি বুকের গভীরে সজ্ঞান।

সে আমার নয়,
তবু এই চিরন্তন সত্যের মাঝেও আমি খুঁজে পাই তার ছায়া।
অভিশাপ ভুলে তবুও করে যাবো সম্মান আজীবন।
জানি প্রেম মরে যায়, মরে না প্রেমিকার মায়া।

- প্রেমিকার মায়া 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন