অযোগ্য

কথার শক্তি


যার কথা সুন্দর, তার নাকি সবই সুন্দর।
অথচ মানুষ এই কথার শক্তিকেই কাজে লাগিয়ে মানুষকে আঘাত দেয়।
কাউকে ঠকানোর জন্য বেছে নেয় এই সুন্দর কথা বলার কৌশলটাই।



অযোগ্য


ভাঙার হিসাব খুলে দেখো, অযোগ্যরাই সবার আগে।
কাউকে ভাঙার জন্য নিজের মেরুদণ্ড লাগে না।
মেরুদণ্ডহীন জিভই সবচেয়ে কঠিন আঘাতে মানুষকে ভাঙে।



আক্ষেপ - ৩


কতো বললে, ভালোবাসি।
অথচ ভালোবাসলে না।
যদি ভালোই বাসতে, ছেড়ে গেলে কিভাবে তবে?
চলে যাওয়ার ক্ষণে তোমারও হৃদয় পুড়াতো না?



ভালোবাসা মানেই ঠকানো


যা চেয়ে নিয়ে হয় তা করুণা,
অথচ ভালোবাসা তো হয় দু'জনে।
তুমি বলেছিলে, ভালোবাসো আমাকে।
অথচ ভালোবাসা তো দূরে থাক,
আমি করুণার দায়েও পাই নি তোমাকে।
তবে ছিলো কি তোমার ভালোবাসা বলাটাও মিথ্যে?
ভালোবাসাটাকে করলে ভালোবাসি বলেই অপমান,
বুঝালে ভালোবাসা মানে ঠকানো, তোমার ভালোবাসি বলার অর্থে।



ভুলে যাওয়া


যতো তোমাকে ভুলে যাবার প্রতিশ্রুতি দেই নিজেকে,
আরও ততো বেশিই মনে পড়ে তোমাকে।
তবুও যে আমি বলি,
আমি তোমাকে ভুলে গেছি।
যদি সত্যিই ভুলে যেতাম,
তবে তোমাকে যে ভুলে গেছি তা মনে রাখি কিভাবে?

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন