কবিতাঃ প্রেমিকের অধঃপতন

তুমি কি জানতে চেয়েছো কখনো,
মধ্যরাতে শিয়ালরা কেন একযোগে হাকে?
জানতে চেয়েছো কি,
পতনের পূর্বে মেঘ কেন রুদ্রগর্জনে ডাকে?
বুঝতে চেয়েছিলে কি তুমি,
প্রেমিকের অশ্রু কেন নেমে আসে অবশেষে নাকে?
ভেবেছো কি,
তোমার প্রেমিকের তবে কেন এই অধঃপতন?
সুখ হারিয়েছে সে কার সাথে সুখকে মেলাতে চেয়ে?
নিজেকে হারিয়েছে সে তবে কার মোহের ফাঁকে?

জানি জানতে চাও নি,
জানি পতনের অন্ধকারে ডুবে যাওয়ার অভিজ্ঞতা তোমার নেই।
কেউ তোমায় ভালোবাসার অভাবে রাখে নি,
কোন প্রহরে নেই তোমায় কেউ ভালোবেসে ডাকে নি।
তুমি বুঝোনি কখনো হারানোর মর্ম,
বুঝোনি অন্ধ প্রেমিকের নিয়তি কেবল অনুসরণ করে পতনের ধর্ম।

এই যে ভালোবাসলাম তোমায়,
ভেবেছিলাম তুমি অমূল্য রতন।
বিনিময়ে কী পেলাম জানো?
শুধুই গুছানো জীবনের করুণ অধঃপতন।
যে হৃদয়ে দিলাম তোমায় ঠাঁই,
ভেবেছো কি,
কত বিভৎসভাবে করলে সেই হৃদয়কেই কর্তন?

জানি ভাবোনি, আর ভাববেও না তুমি।
তোমার কাছে যতটা ছিলাম প্রেমিক আমি,
তার চেয়েও ছিলাম বেশি কুকুরতুল্য এক নিকৃষ্ট প্রাণী।
তোমায় ভালোবাসা এতোটাও অন্যায় ছিলো নয়তো,
যতটা পোড়ালে আমায়, ভেবেছো কি?
সমান দহন একদিন তোমার জীবনেও আসতে পারে হয়তো!

- প্রেমিকের অধঃপতন

إرسال تعليق

أحدث أقدم