প্রশ্নবোধক

দ্বিধা


তুমুল এক দ্বিধায় বেঁচে আছি জানো? আমি বুঝতে পারছি না আমার আসলে কার কাছে ক্ষমা চাওয়া উচিত? তোমার কাছে নাকি আমার নিজের কাছে?
এই যে তোমাকে এতো ভালোবাসলাম, দিন-দুনিয়া ভুলে তোমার মাঝে বিলিয়ে দিলাম নিজেকে। বিনিময়ে হইলাম তোমার বিরক্তির কারণ আবার নিজের ব্যথার কারণও বটে। এবার বলো? আমি কার কাছে বেশি দোষী? ক্ষমাটাই বা চাইবো কার কাছে? তোমার কাছে নাকি আমার নিজের কাছেই?



প্রশ্নবোধক


জিজ্ঞেস করার মতো অনেক প্রশ্নই আছে,
তবে অধিকার নেই আজ আর জানি।
কথা দিচ্ছি দাবিও রাখবো না এরপর তোমাতে।
শুধু এটুকু বলে যাও,
আর কতটুকু ভালোবাসলে তুমি আমার হতে?



বাহানা - ২


যে যাবার সে যাবেই, তা তুমি যতোই চেষ্টা করো তাকে আটকাবার।
চরিত্রেই থাকে যার ছেড়ে যাবার বাহানা, তাকে নিজের সবটা দিয়েও রাখা যায় না, যাবেও না।



কথা


কথার উপর ভিত্তি করেই মানুষ স্বপ্ন দেখে আবার কথার দ্বারাই ভঙ্গ হয় তা।
কথা না রাখতে পারলে কথা দিতে নেই, বলতে নেই যা তা।



পোড়া কপাল


তুমি যখন ভালোবাসি বলেছিলে, আমি ভেবেছিলাম তোমাকে পেয়ে গেছি। এরপর একদিন আমাকে ছেড়ে গেলে। পাওয়া জিনিসটাও আর পাওয়া হলো না, নিজের করে রাখা হলো না। এত পোড়া কপাল আমার।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন