আমি দেখেছিলাম তোমার চোখে আমার জীবনের অমাবস্যা,
যেখানে আলো ছিলো না, লুকিয়ে রেখেছিলে কেবল প্রতারণার ভাষা।
স্বভাবে তুমি যতোটা প্রেমিকা ছিলে, তার চেয়েও বেশি ছিলে বেশ্যা,
ভালোবাসার নামে সাজালে তুমি স্বার্থের ব্যবসা।
নিজেকে অনুভূতি-শূন্য করে দাঁড়াতে আমার দ্বারে,
আমি চেয়েছিলাম আশ্রয়, তুমি দিলে শূন্যতা, কথাদের ভারে।
অথচ তোমাকে দেখতাম সবার সাথে হাসি-উদারতায়,
আমার সাথেই তুমি কথাগুলো বলেছিলে দেখো কতো গম্ভীর, কঠিন স্বরে।
তোমার স্বার্থ রক্ষার উপহার হিসাবে পাওয়া যেতো যেন সতীত্ব।
অথচ নামধারী এক প্রেমিক, আদতে ছিলাম বেদুইন আমি,
অজস্র অনুনয়েও যে তোমার প্রেম ভিক্ষে পেতে ব্যর্থ।
জানো কি?
টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করা নারী যেই,
স্বার্থের বিনিময়ে নিজেকে বিক্রি করা মানুষও সেই।
প্রেমের মুখোশে করো স্বার্থসাধন, আসলে তোমাদের কোনো তফাত নেই।