প্রেমের অযোগ্য
রাস্তায় কুড়িয়ে পাওয়া ফুলও তুমি সযত্নে বইয়ের ভাজে রাখতে,
অথচ আমাকে তোমার হৃদয়ের ভাজে রাখলে না।
পিষে যাওয়া ফুলটার প্রতি তোমার মায়া হলো,
অথচ দুমড়েমুচড়ে যাওয়া এই আমিটার প্রতি তোমার মায়া হলো না।
বুঝালে আমি কতবড় অধম, প্রেমের অযোগ্য।
তোমার ভালোবাসা না পাওয়ার দুঃখ না হয় সামলিয়ে নিবো,
কিন্তু আমার উপর যে এতবড় অযোগ্যতার দায় তুমি দিলে এ দুঃখ সামলাবো কিভাবে?
সুখের আশ্রয়
মিশিয়ে নাও আমার এ দেহ তোমার দেহে,
করে ফেলি চলো তৃপ্তির আলিঙ্গন।
দাও আমার ব্যথায় জড়ানো মাথাকে তোমার বুকে প্রশ্রয়।
জানতে দিও না আর কাউকে,
তুমিই আমার বেদনার ঔষধ, আমার সর্বশেষ সুখের একমাত্র আশ্রয়।
বেইমান - ২
বেইমান কখনো অনুতপ্ত হয় না।
তুমি তাদের যতোই উপকার করো,
অন্যের অনিষ্ট না ঘটানো পর্যন্ত তাদের আত্মা তৃপ্ত হয় না।
সুযোগের ভেলা
যখন সামনে ছিলো বিপদের নদী, সবার বেলায় হয়েছিলাম ভেলা।
আমার বেলায় পাই নি তাদের, পেলাম শুধু অবহেলা।
সুখ হবো
পরের জন্মে সুখ হবো, হবো সে সুখ যা তুমি চাও।
সুখ হয়ে জন্মিলে জানি হারাবো না তোমাকে।
সুখের জন্যেই ছেড়ে গেলে তুমি,
ভাসিয়ে দুঃখের নদীতে আমার নাও।