কবিতাঃ থেকো না শুধু প্রার্থনায়

তোমার ঐ চোখে কৃষ্ণগহ্বরের চেয়েও বেশি মাধ্যাকর্ষণ, টানে আমায় নিরন্তর।
তাই আমি ছুটে আসি পেরিয়ে মরীচিকার বালুর মরু-প্রান্তর।
কিসের নেশায় আসি তবুও?
খোঁজো মেয়ে, কারণ খোঁজো খুলে তোমার মন আর অন্তর।

আমি দেখেছি তোমার কাজল-রাঙা চোখের উপরের সে অপরূপ ললাট,
তাহার দীপ্তি যেন নিয়ে আসে আমার ব্যক্তিগত প্রভাত।
ঘায়েল হয়েছি এরপর আমি তোমার প্রেমে,
তুমি তবে দাও স্থান, খুলো হৃদয়ের কপাট।
বুঝো মেয়ে, তবুও করো কেন বাহানা?
এ বেদুইন তোমার প্রেমে হচ্ছে ক্রমশই কপোকাত।

তৃষ্ণার্ত পথিক যেমন খোঁজে এক বিন্দু জল,
আমি তেমনি খুঁজি আশ্রয় তোমার ভালোবাসার অনন্ত সম্বল।
ভিক্ষুকের ন্যায় অপেক্ষারত আমি তোমার হৃদয়ের দ্বারে,
ফিরিয়ে দিও না ও মেয়ে, ফিরিয়ে দিও না মোরে।
একবার তোমায় হারালে জানি না জন্মাবো কি না পুনরায়।
থেকে যাও আমার নিয়তিতেও, থেকো না শুধু প্রার্থনায়।

- থেকো না শুধু প্রার্থনায়

إرسال تعليق

أحدث أقدم