কবিতাঃ তুমি চাইলে

আমি চেয়েছিলাম সর্বদা তোমার দৃষ্টির দীপ্তিতে ডুবে থাকতে,
অথচ কাজলই লুফে নিলো সে পবিত্র সুযোগ।
তারপর আমার প্রাণ আকুল হয়েছিল তোমার বুকে আশ্রয় পেতে,
কিন্তু আগেই অন্তর্বাস পেয়েছিল সেখানে নিয়োগ।

এরপর তৃষ্ণা ছুটে গিয়েছিল তোমার ঠোঁটের অমৃতের অধিকার চাইতে,
লিপস্টিকের রঙ নষ্ট হয়ে যাবে ভেবে তুমি আমার কপালে ঠোঁটই রাখলে না।
দেখলে না, প্রেমহীন প্রেমিকের বুকে কীভাবে জমে ওঠে দহন আর যন্ত্রণা।

তোমার কাজল, লিপস্টিক কিংবা অন্তর্বাস,
সবাই পায় তোমার শরীরের নিবিড় স্পর্শ উপহার।
কিন্তু প্রেমিক হয়েও আমি পাইনি সেই অনন্ত অনুগ্রহ,
তুমি দিলে না আমাকে হৃদয় খোলার অধিকার।

অথচ তুমি চাইলে আমিও হতে পারতাম
তোমার কাজল, লিপস্টিক কিংবা অন্তর্বাস।
তুমি চাইলেই আমাদেরও হতো সংসার,
যেখানে একই গৃহে, পরস্পরকে ভালোবেসে হতো আমাদের বাস।

- তুমি চাইলে

إرسال تعليق

أحدث أقدم
DMCA.com Protection Status