ভালোবাসা অথবা ত্যাগ
এ প্রেম এখন ছেড়ে দিলাম আমি ভাগ্যের হাতে।
তুমি ফিরলে ভেবে নিবো ভালোবাসা,
আর না ফিরলে এটা হয়তো আমার ত্যাগ।
আত্মার মৃত্যু
আত্মার মৃত্যু হয় প্রতিশ্রুতি ভঙ্গে।
তাই মানুষদের উচিত,
কথা না রাখতে পারলে কাউকে কথা না দেওয়া।
সুখ-দুঃখ
সুখ সবার সাথেই ভাগাভাগি করা যায়।
যার ভাগ কেউ নেয় না,
নিজের ভিতর একান্তভাবে পুষতে হয়,
তা হলো দুঃখ।
ফিরে এসে দেখো
তবুও একবার ফিরে এসে দেখো সে পথে,
সেদিন আমাকে ছেড়ে গিয়েছিলে যে পথে।
দেখো এসে তবুও আরেকবার,
এ কাঙাল আজও তোমার অপেক্ষায় পথ চেয়ে।
অকৃতজ্ঞ ২
ভালোবেসেছিলাম সে এক অকৃতজ্ঞকে।
যে শুধু মুখেই বলে গেলো, সে আমাকে ভালোবাসে।
অথচ কোনদিনও শুনতে চায় নি সে,
আমার মন খারাপের গল্প।
একবার তাকে আহ্লাদে চাঁদ এনে দিবো বলেছিলাম।
উত্তর দিয়েছিলো সে,
সূর্য কেন বলো নি? ভালোবাসো এতো অল্প?