যে প্রেম যুদ্ধের ন্যায়

ভালোবাসা এবং ঘৃণা


আমি তোমাকে কতোটা ভালোবাসতাম এর জবাব হিসাবে বলতে পারি,
একটা সময় ছিলো, যখন আমি অসুস্থতাকেও ভালোবাসতাম।
কারণ অসুস্থ হলে আরও বেশি তুমি কাছে আসবে, যত্ন নিবে, ভালোবাসবে তাই।
আর এখন? এখন আমি তোমাকেও ঘৃণা করি।



যে প্রেম যুদ্ধের ন্যায়


তারা অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করেছিলো,
আমি বলেছিলাম আমি তোমার জন্য সমস্ত পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধেও প্রস্তুত।
তবে কেন আজ তোমাকে ছেড়ে?
আমি তাদের বলতে পারি নি,
সমস্ত পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ করেও জেতার সম্ভাবনা থাকে,
কিন্তু সেই একজন যাকে ভালোবাসি সেই যদি আমার বিরুদ্ধে থাকে,
তবে জেতাটা অসম্ভব।



টাকা ২


মানুষ বলে,
ব্যবহারটাই আসল, টাকা-পয়সা বিষয় না।
কিন্তু বাস্তবতা বলে,
যার যতো বেশি টাকা, তার ততো বেশি আপন মানুষ।



আক্ষেপ ২


তারপর নিজেকে বুঝালাম,
সবাই যদি পেয়ে যায়, হারাবে কে?
তোমাকে আমি পেলেও অন্যকেউ হারাতোই।
আমি তোমাকে পাবার আশায় ভালোবাসি নি,
ভালোবেসেছি নিজেকে অনুভব করার জন্য।
যদি তোমাকে ভালো না বাসতাম,
তাহলে অবসরে আফসোস করতাম কি নিয়ে বলো?



বিলম্ব অনুধাবন ২


বুঝতে বুঝতে একদিন যথেষ্ট বিলম্ব হয়ে যাবে,
হয়তো আফসোস ছাড়া নিজেকে কিছুই দেওয়ার থাকবে না সেদিন।
সময়কে নষ্ট করতে করতে,
স্বয়ং সময়ই আমাকে নষ্ট করে ফেলবে যেদিন।

إرسال تعليق

أحدث أقدم