সম্পর্ক
গুরুত্ব দিলে সম্পর্ক টিকে এই কথাটি চরম ভুল। সম্পর্কের খাতিরে আমি সময় দিয়েছিলাম, গুরুত্ব দিয়েছিলাম, দিয়েছিলাম নিজেকেও। কিন্তু বিনিময়ে পেলাম শুধুই শূন্যতা। কারণ মানুষ সময় কিংবা গুরুত্ব খুঁজে না, মানুষ খুঁজে স্বার্থ।
মায়া - ৩
কথা বলতে বলতে কারো প্রতি মায়া জন্মানো সম্ভব,
কিন্তু কথা না বলেই সে মায়া কাটানো সম্ভব না।
হাসিতে খুন
যখন দেখেছি তোমার মুচকি হাসির ঠোঁট জোড়ার ফালি,
তখন সে হাসিতেই হৃদয় হয়েছে আমার খুন,
বলো, এরপরও তুমি বিনে থাকা যায়?
বলো মেয়ে হবে কবে আমার?
নিবে কবে বলো, এই ভবঘুরে প্রেমিকের জীবনের দায়?
বুঝানো
কাউকে বারবার বুঝানোর চেয়ে নিজেকে একবার বুঝানোই উত্তম। যখন তুমি তোমার এই নিজেকে বুঝানোর ক্ষমতা অর্জন করবে দেখবে, কষ্টের একাংশ আপনা-আপনিই কমে গেছে।
বোকা আমি
চারপাশে তোমার আপন মানুষের ভীড়,
সে ভীড়ে এমনভাবে হারিয়ে যাই,
যেন আমি তোমার কেউই নই।
অথচ শত অবহেলা, অপমানেও তোমার পিছু ছাড়তে পারি নি,
বোকা আমি তবুও তোমার কাছাকাছিই রই।