দূরত্বের ফন্দি

জীবনের মূল্যায়ন


মায়া না থাকলে মৃত্যুতেও মানুষ দীর্ঘশ্বাস ফেলে না,
আবার মায়া থাকলে চুল পড়াতেও হাসফাস করে।
এখন যার মায়া হয় নি তোমার অশ্রুতে,
তুমি ভাবলে, সে তোমার কাফনে মায়া দেখাবে?
অসম্ভব! তোমার জীবন অনেক বেশিই দামী,
অতএব জীবনের মূল্যায়ন করো।



কথা বলার অভ্যাস


মানুষদের মাঝে যতোগুলো বদ-অভ্যাস আছে তার মধ্যে সবচেয়ে ভয়ংকর হলো কারো সাথে কথা বলার অভ্যাস বানিয়ে নেওয়া। এরপর যদি কোন কারণে সেই কথা বলার মানুষটা হারিয়ে যায়, নিজেকে পথহারা, অসহায় মনে হয়। মনে হয়, নিজের মাঝে কিছুই যেন আর অবশিষ্ট নেই।



দূরত্বের ফন্দি


আমি জানি, তোমার প্রস্থান শ্বাশত।
তোমার না ফেরার সম্ভাবনা যতো,
আমার ভালোবাসা তার চেয়েও পবিত্র।
যতোই দিবে দূরত্বের ফন্দি এঁটে ক্ষত,
লাভ নেই, আমি অপেক্ষাও করে যেতে পারি ততো।



আমি আর আমি নেই


আমি আর আমি নেই, কিভাবে বুঝাই বলো?
কিভাবে হারালাম নিজের চিরচেনা সত্ত্বা?
কেন হারিয়ে গেলাম আমি?
জানতেও চাও নি কেউ কখনো!



একটি জনমের গল্প


তুমিও আমাকে বুঝো নি, আমিও তোমাকে বুঝি নি।
তারপর একদিন তোমাকে আর ফেরানো গেলো না,
আমার কান্নায় জড়ানো কন্ঠ,
বেদনার অশ্রু, বুক চাপড়িয়ে বলা কথামালা,
তারাও তোমাকে ফেরাতে পারে নি।
এরপর থেকে দহনের বোঝা একাই বইতে থাকলাম,
কোন বিষাদময় লগ্নে আর তোমায় খুঁজি নি।
ডাকি নি, আমার কষ্ট হচ্ছে, মন ভালো করে দাও,
এভাবেই কেটে গেলো পুরো একটা জনম।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন