পবিত্র প্রেম কি, হয়তো এখনো অজ্ঞ আমি,
তবু স্বপ্ন ছিলো চিরন্তনী,
একদিন হবো তোমার নাকের নথ।
তুমিও তো বলেছিলে,
ভালোবাসো আমায়, অমৃত সুরে।
তবে কেন ভাঙলে সে স্বপ্ন?
রক্তাক্ত দগদগে হৃদয়-মূলে কেন দিলে এত আঘাত?
কেন দিলে বলো তোমাকে চাওয়া হৃদয়কে এই ক্ষত?
আমি জানি না বিশুদ্ধ প্রেমের সংজ্ঞা,
কিন্তু ইচ্ছে ছিলো শুধু হবো তোমার কোমরের বিছা,
থাকবো লাজুক হাসির আড়ালে লুকানো অলঙ্কার হয়ে।
তবে বলো, কী অনিষ্ট পেয়েছিলে আমাকে?
ইচ্ছে পূরণের আগেই তোমার স্মৃতির পাতায় অচেনা হয়ে গেলাম,
হয়ে গেলাম কেন তোমার গল্প থেকে মুছা?
আমি তো চেয়েছিলাম,
তোমার সাথে কাটাতে জীবন, সাধনার এক অর্পণ,
প্রার্থনার মতো স্নিগ্ধ, স্বপ্নের মতো দীর্ঘ।
তুমি বলেছিলে, ঝোঁক আছে তোমারও আমার দিকে,
ছিলো আমার হওয়ারও গভীর প্রবণ।
তবে কেন আজ দূরে তুমি?
হয় না কেন বলো,
আমার অনুনয়, আমার আকুতি তোমার কর্ণদ্বারে শ্রবণ?
বলো তবে, প্রেম কি মিথ্যে?
মিথ্যে কি সেই সব প্রত্যাশা,
যা প্রেমিক হিসেবে রেখেছিলাম তোমার তরে সযত্নে?
যদি তাই হয়, তবে বলো,
কেন বলেছিলে ভালোবাসি, আর নিয়েছিলে আমার হৃদয় বন্ধক?
না ফিরো, তবে উপেক্ষা করো না,
যা রক্তক্ষরণের মতো ঝরে পড়ে আমার কলম থেকে,
এই প্রশ্নবোধক!
- প্রশ্নবোধক
Tags:
poem